UCS Icon: User Co-Ordinate System
অটোক্যাডে নতুন ফাইল শুরু করলে ডিফল্ট হিসেবে যে UCS আইকোণটি ডিসপ্লে হয়, সেখানে W অক্ষরটি World কো অরডিনেট বা ষ্ট্যান্ডার্ড সিষ্টেমকে বুঝায়। আমরা সবাই জানি বা ব্যবহার করি মুল বিন্দু থেকেঃ-
* ডান দিকে X পজেটিব
* বাম দিকে X নেগেটিভ
* উপরের দিকে Y পজেটিব
* নিচের দিকে Y নেগেটিভ
UCS Icon প্রকারভেদঃ
User Icon দুই প্রকার।
১। 2D (দ্বিমাত্রিক) ২। 3D (ত্রিমাত্রিক)
UCS Icon পরিবর্তন করার নিয়মঃ প্রথমে command box এ UCSICON লিখে ইন্টার চাপলে Command box লেখা আসবে Enter an option [ON/OFF/All/Noorigin/ORigin/Properties] <ON>:
এভার command box এ Properties অথবা P লিখে ইন্টার দিন।
উপরের চিত্রের মত একটি Ucsicon ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে যদি টু-ডি Select করা হয় তাহলে চিত্রের মত দেখাবে আর যদি থ্রি-ডি Select তাহলে Preview তে এ চিত্রের মত দেখাবে।
একটি মন্তব্য পোস্ট করুন