Ads (728x90)

UCS Icon: User Co-Ordinate System
অটোক্যাডে নতুন ফাইল শুরু করলে ডিফল্ট হিসেবে যে UCS আইকোণটি ডিসপ্লে হয়সেখানে W  অক্ষরটি World কো অরডিনেট বা ষ্ট্যান্ডার্ড সিষ্টেমকে বুঝায়। আমরা সবাই জানি বা ব্যবহার করি মুল বিন্দু থেকেঃ-
ডান দিকে X পজেটিব
বাম দিকে X নেগেটিভ
উপরের দিকে Y পজেটিব
নিচের দিকে  Y নেগেটিভ
UCS Icon প্রকারভেদঃ
User Icon দুই প্রকার।
১। 2D (দ্বিমাত্রিক) ২। 3D (ত্রিমাত্রিক)
UCS Icon পরিবর্তন করার নিয়মঃ প্রথমে command box  UCSICON লিখে ইন্টার চাপলে Command box লেখা আসবে Enter an option [ON/OFF/All/Noorigin/ORigin/Properties] <ON>:

এভার command box এ Properties অথবা P লিখে ইন্টার দিন।

উপরের চিত্রের মত একটি  Ucsicon ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে যদি টু-ডি Select করা হয় তাহলে চিত্রের মত দেখাবে আর  যদি থ্রি-ডি  Select তাহলে Preview তে এ চিত্রের মত দেখাবে।




একটি মন্তব্য পোস্ট করুন